Suapur nannar school and college
Dhamrai,Dhaka
EIIN: 0000,   Institute Code: 0000

Principal Image

প্রধান শিক্ষক নাম

Message of The Head Teacher
প্রধান শিক্ষক
প্রধান শিক্ষক নাম

শিক্ষা গ্রহণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মানব শিশু জন্মের পর পারিবারিক পরিমন্ডলে শুরু হয় তার প্রথম শিক্ষা গ্রহণ। পরবর্তীতে শিশুর জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণের লক্ষ্যে প্রয়োজন হয় আনুষ্ঠানিক শিক্ষা। বিদ্যালয় প্রদত্ত শিক্ষা গ্রহণের মাধ্যমেই সূচিত হয় জীবন দক্ষতাভিত্তিক আনুষ্ঠানিক শিক্ষার স্তর। শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে কর্মমুখী মানব সম্পদে পরিনত হয়। কার্যকর শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ কর্তব্যপরায়নতা, শিষ্ঠাচার, সহনশীলতা, সহমর্মিতা, সময়নিষ্ঠতা ও আন্তরিকতা ইত্যাদি গুণাবলীতে ভূষিত হয় এবং মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন সূচিত হয়। সামাজিক পরিবর্তনের সামগ্রিক পথ পরিক্রমায় শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষাদান প্রক্রিয়ায় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এসেছে গতিশীলতা ও নতুনত্ব।