বিশ্বায়নের এ যুগে কল্যাণকর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ তথা উন্নয়নের অপরিহার্য শর্ত হচ্ছে শিক্ষা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যতীত দক্ষ ও আত্মনির্ভরশীল জাতি গঠন সম্ভব নয়। এ মহান উপলদ্ধি থেকেই বিদ্যালয় সময়ের সাথে সঙ্গতি বিধান করে তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। ডাইনামিক ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয় সংশ্লিষ্ট সকল পক্ষ শিক্ষা কার্যক্রম সংক্রান্ত সকল তথ্য নিয়মিত অবগত হতে পারবে। ইতোমধ্যে অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ অনলাইনভিত্তিক পাঠদানের ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেছে। অভিভাবকদের ক্ষুদে বার্তা প্রেরণসহ ফলাফল প্রস্তত, আর্থিক ব্যব¯স্থাপনা এবং পাঠদান কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে।